Last Post

4/টেক এক্সপ্লেন/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কিভাবে বুঝবো যে একটা ল্যাপটপ কতদিন ব্যবহার করা হয়েছে? ল্যাপটপ প্রথম অন করার তারিখ কিভাবে জানবো ? how do i know how long a laptop has been in use by date

 আপনার ল্যাপটপটি কবে প্রথম অন করা হয়েছিল তা জানার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করতে পারেন..

                                  (How do I know how long a laptop has been in use ? )

১).  প্রথমে ল্যাপটপটা অন করে Windows Icon এর উপরে মাউস নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করুন । কতগুলো অপশন পাবেন তার মধ্যে Search Option টাতে যান 

Right Click


২). Search Option এ গিয়ে System Information লিখে Search করুন ।

৩).  System Information এর মধ্যে প্রবেশ করুন ।




                                (How do I know how long a laptop has been in use ? )

৪).  আপনার ল্যাপটপ সম্পর্কে অনেক তথ্য দেখতে পাবেন , তার মধ্যে BIOS version/Date দেখতে পাবেন ।





BIOS version/Date এ যে তারিখটা দেওয়া থাকবে সেইটাই আপনার ল্যাপটপ এক্টিভেট করার তারিখ ।

Post a Comment

0 Comments