১. বাহ্যিক কোনো ক্ষতির (physical damage) জন্য পরীক্ষা করুন
কম্পিউটার কেসিংয়ে কোনো রকমের ভাঙ্গা অংশ দেখে নিতে হবে। তাই আপনি সময় নিন এবং সাবধানে দেখুন।
ল্যাপটপ হলে স্ক্রিন-এ কোনরকম স্ক্রাচ আছে কি না পরীক্ষা করুন এবং hinge গুলো মসৃনভাবে কাজ করছে কি দেখে নিন.
সমস্ত কীগুলি কাজ করছে কিনা ল্যাপটপের কীবোর্ডটি পরীক্ষা করুন।
What do you need to look for when buying an old computer or desktop
২. হার্ড ড্রাইভ এর সাউন্ড চেক করুন
ল্যাপটপ বা ডেস্কটপ পাওয়ার অন করার পর হার্ড ডিস্ক থেকে কোনরকম সাউন্ড পাচ্ছেন কিনা ভালো করে পরীক্ষা করুন, যদি কোনো সাউন্ড আসে তাহলে হার্ড ড্রাইভ টি faulty.
৩. কুলিং ফ্যান টি চেক করুন
ডেস্কটপ এর ক্ষেত্রে ফ্যানটি ঠিকমত ঘুরছে কি দেখে নিন, যদি ল্যাপটপ হয় তাহলে ফ্যানটি ঠিকমত ঘুরছে কি আওয়াজ শুনে বোঝার চেষ্টা করুন |
৪. কম্পিউটারের সামগ্রিক বয়স (Overall Age) পরীক্ষা করুন
কম্পিউটারের বয়স নির্ধারণ করুন এবং এটি পাঁচ বছরের বেশি হলে, অন্য কিছু বিবেচনা করুন। হার্ডওয়্যার গুলির বয়স বেশি হলে সেখানে উইন্ডোজের সর্বশেষ সংস্করণটি অথবা আধুনিক সফটওয়্যার ভালোভাবে চালাতে সক্ষম হবে না
What do you need to look for when buying an old computer or desktop
কিভাবে বয়স নির্ধারণ করবেন সেটি এখানে ক্লিক করে দেখে নিন
৫. ল্যাপটপ এর ক্ষেত্রে ব্যাটারী অবশ্যই পরীক্ষা করুন
একটি নতুন ল্যাপটপ ব্যাটারী মোটামুটি ভাবে প্রায় ৩ ঘন্টা চার্জ রাখতে পারে, কিন্তু পুরানো ল্যাপটপ এর ক্ষেত্রে কমপক্ষে ১ ঘন্টা থেকে ১ঘন্টা ৩০মিনিট ব্যাকআপ রাখা উচিত
আশা করা যায় এই পোস্ট টা থেকে আপনারা অনেকটাই সাহায্য পাবেন, তবে এগুলি ছাড়াও দামএকটি গুরুত্বপূর্ণ বিষয় | সব দিক বিবেচনা করার পর condition মত দাম বিবেচনা করে তবেই কম্পিউটার কিনবেন |
0 Comments
Please do not enter any spam link in comment.